২৬ মে (রবিবার) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই এসোসিয়েশন (পুলা) এর উদ্যোগে চিটাগাং ক্লাব লিমিটেডে এতিম শিশুদের ঈদ বস্ত্র বিতরণ,আইন বিভাগের মরহুম শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরাআন ও দোয়া মাহফিল এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করনে এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গাজী মুঃ সাদেকুল আলম(গাজী সাদেক) ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরাম হোসেন চৌধুরী। অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী ও বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব খানসহ বারের কার্যকরী কমিটি।এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল এল্যামনাই এসোসিয়েশনে সভাপতি ও সাধারন সম্পাদক অতিথি হিসেবে উপস্তিত ছিলেন! প্রায় ১০০০ প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সম্পাদক ও সদস্যের আন্তরিক প্রচেষ্টায় উক্ত আয়োজন যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। পরে ইউনিভার্সিটির প্রতিষ্টাতা চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আত্নার মাগফেরাত কামনা করে দু’আ কর হয়।