যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং প্রবাসীদের করণীয়’ শীর্ষক এক আড্ডায় জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সাংগঠনিক ঐক্য অটুট রাখা সম্ভব হলে সামনের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত। সিলেট-১ আসনেও বিপুল বিজয় অর্জিত হবে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম করতে।
স্থানীয় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা-সাংবাদিক-সাংস্কৃতিক সংগঠকদের সঙ্গে এ আড্ডায় বসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছেড়ে দেওয়া সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এ আড্ডা সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ চিহ্নিত করার পর কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনাটিকে স্বাগত জানান সাবেক কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের এমিরেটাস অধ্যাপক ড. মোমেন।
তিনি বলেন, সিলেট হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সেই ঘাঁটি এখন অনেক মজবুত হয়েছে বর্তমান অর্থমন্ত্রী কর্তৃক উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দের মধ্য দিয়ে। উন্নয়নের এ স্বীকারোক্তি সদ্য নির্বাচিত সিলেট সিটির মেয়র আরিফও বিমুগ্ধ চিত্তে স্মরণ করছেন।
দীর্ঘ ৩৬ বছর প্রবাস জীবন যাপন করেছেন মোমেন। এরপর তিন বছর আগে শেখ হাসিনার আহ্বানে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন তিনি। কানাডায় বিশ্ব সিলেট সম্মেলনে অংশ নিতে গত মাসের ৩১ তারিখে যুক্তরাষ্ট্র সফরে আসার পরই ‘ইউরিনাল স্টোন’ রোগে আক্রান্ত হন মোমেন। ১৩ সেপ্টেম্বর নিউজার্সির হ্যাকেনসেক ইউনিভার্সিটি মেডিকেল হাসপাতালে ‘লেজার-অস্ত্রোপচার’ করে সেই পাথর গুড়িয়ে বের করা হয়েছে। এখন তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ১৯ সেপ্টেম্বর তিনি ফিরবেন সিলেটে।
এ আড্ডায় অনেকের মধ্যে অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি রেজাউল বারি, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, সাংগঠনিক সম্পাদক শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদক উইনি নন্দ, মহিলা সম্পাদিকা সবিতা দাস, নির্বাহী সদস্য এম এ আওয়াল, শহিদুল হক, নূরল ইসলাম, রফিক আহমেদ এবং নান্টু মিয়া, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সেক্রেটারি শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম ও নির্বাহী সদস্য কানু দত্ত।
এছাড়া আরও অংশ নেন বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, অপ্টিমিস্টসের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইভা তালুকদার ও ফকু চৌধুরী।