জেনে নিন আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন

জেনে নিন আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে কি না

মোবাইল ফোন রেজিস্ট্রেশন

সম্প্রতি Bangladesh Telecommunication Regulatory Commission ( BTRC ) মোবাইল ফোন রেজিস্ট্রেশন সম্পর্কে জানিয়েছে ১ অক্টোবর ২০২১ থেকে,

সকল অনিবন্ধিত মোবাইল ফোন বাংলাদেশের নেটওয়ার্ক থেকে ব্লক বা বন্ধ করে দিবে।

মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ে ভয়ের কিছুই নেই। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি যদি অফিসিয়াল মোবাইল ফোন হয়ে থাকে তাহলে আপনার ফোন রেজিস্ট্রেশন করা আছে আগে থেকেই।

 

মোবাইল ফোন রেজিস্ট্রেশন
মোবাইল ফোন নিবন্ধন ২০২১

 

তো এখন কথা হলো আপনি বুঝবেন কি করে আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে কি না ?

 

আজ আমি আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। মোবাইল ফোন রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানলে মনোযোগ সহকারে এই পোষ্ট তি পড়ুন।

 

মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে কি না ?

 

আপনি সাধারণত ২ টি উপায় এর মাধ্যমেআপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে কি না তা জানতে পারবেন।

 

১/ মোবাইল ফোন থেকে মেসেজ এর মাধ্যমে।

২/ অনলাইনে BTRC এর ওয়েব সাইট এর মাধ্যমে।

 

পদ্ধতি ১

মোবাইল ফোন থেকে মেসেজ এর মাধ্যমে কিভাবে জানবেন : প্রথমত আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *#০৬#,  এতে করে আপনি আপনার মোবাইল ফোন এর ১৫ ডিজিট এর  IMEI নম্বর দেখতে পারবেন। তারপর আপনার মোবাইল ফোন  এর মেসেজ অপশন এ চলে যান এবং টাইপ করুন KYD (Space) আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর IMEI নম্বর’টি  এবং এই মেসেজ’টি পাঠিয়ে  দিন ১৬০০২ নম্বরে।

উদাহরণ :

KYD 959055053144154

এবং মেসেজ পাঠাবেন ১৬০০২ নম্বরে ।
মোবাইল ফোন রেজিস্ট্রেশন
নিবন্ধন যাচাই

 

আর তখনই ফিরতি মেসেজ আপনার মোবাইল ফোনটি রেজিস্টেশন করা আছে কি না তা মেসেজ এর মাধ্যনে জানয়ে দিবে BTRC. যদি আপনার মোবাইল ফোন’টি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লিখা থাকবে “ডিভাইজটির IMEI বিটিআরসি এর ওয়েবসাইটে পাওয়া গেছে” আর যদি আপনার মোবাইল ফোন’টি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাগলে লিখা থাকবে “ডিভাইজটির IMEI বিটিআরসি এর ওয়েবসাইটে পাওয়া যায়নি”

 

অনেক সময় মেসেজ এর মাধ্যমে মোবাইল রেজিস্ট্রেশন করা আছে কি না তা জানা যায়না এবং অনেক সময় কোনো মেসেজ আসেনা।

 

পদ্ধতি ২

এই পদ্ধতিতে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার/লেপটপ এর ব্রাউজার এ গিয়ে সার্চ করবেন http://www.neir.btrc.gov.bd/ লিখে। তারপর আপনি চলে যাবেন BTRC এর ওয়েব সাইট এ। একটু নিচে আসলেই দেখতে পারবেন Log in এবং Register করার অপশন রয়েছে।

 

মোবাইল ফোন নিবন্ধন
রেজিস্ট্রেশন বাটন

সেখান থেকে আপনি Register অপশন এ ক্লিক করবেন এবং যাবতী তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে একটি একাউন্ট করে নিবেন।

রেজিস্ট্রেশন পেজ

 

একাউন্ট করার পর আপনি আপনার Phone Number, Password এবং Captcha Code দিয়ে Log in করলে এমন একটি পেজ দেখতে পারবেন।

 

নিবন্ধন যাচাই পেজ

এবার আপনি আপনার মোবাইল ফোন থেকে *#০৬#  ডায়াল করে আপনার মোবাইল ফোন এর IMEI নম্বর জেনে নিবেন, তারপর খালি বক্স এ ১৫  সংখ্যার IMEI নম্বর দিয়ে সার্চ করবেন।

 

যদি আপনার মোবাইল ফোনটি পূর্ব রেজিস্টেশন করা হয়ে থাকে তাহলে খালি বক্স এর নিচে লিখা দেখাবে “হ্যান্ডসেটটির IMEI নাম্বার BTRC ডাটাবেজে পাওয়া গিয়েছে”

 

নিবন্ধন যাচাই

 

আর যদি আপনার মোবাইল ফোনটি রেজিস্টেশন না হয়ে থাকে তাহলে খালি বক্স এর নিচে লিখা দেখাবে “হ্যান্ডসেটটির IMEI নাম্বার BTRC ডাটাবেজে পওয়া যায়নি” ।

 

এখন প্রশ্ন হলো…

যদি আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে তাহলে কি করবেন ?

 

এক্ষেত্রে আপনার জন্য শুধু মাত্র একটি উপায় রয়েছে।

উপায়’টি হলো আপনার মোবাইল ফোনটি রেজিস্ট্রেশন করে নেওয়া। আর কিভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন রেজিষ্ট্রেশন করবেন তা জানতে নিচের পোষ্ট লিংক এ ক্লিক করুন ।

মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার সঠিক নিয়ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *